২২ অক্টোবর, ২০১৭ ২০:৩৮

রাবিতে ছাত্রদলের ব্যানার পোড়াল ছাত্রলীগ, ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাবিতে ছাত্রদলের ব্যানার পোড়াল ছাত্রলীগ, ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-২০১৮ শিক্ষা বর্ষে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে টানানো ছাত্রদলের ব্যানার পুড়িয়ে ফেলেছে ছাত্রলীগ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বিনোদপুর বাজারে এ ঘটনা ঘটে। এসময় ছাত্রদল-ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে ছাত্রদল দাবি করেছে।
 
রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম টুটুল জানান, ঘটনার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ তিনটি শাখার অর্ধশত নেতাকর্মী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষা বর্ষে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার টানাচ্ছিলেন। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী ছাত্রদল নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। তারা ছাত্রদলের ব্যানারগুলো ছিঁড়ে ফেলে আগুন ধরিয়ে দেয়।

এসময় ছাত্রদল নেতাকর্মীরা বাধা দিতে গেলে ছাত্রলীগ নেতা-কর্মীদের সাথে তাদের ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রদলের দাবি, ঘটনার সময় রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম টুটুল, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুগ্ম সম্পাদক সুলতান আহম্মেদ রাহীসহ ১৫ নেতাকর্মী আহত হন। তাদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
 
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজশাহী জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঘটনার সাথে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের শাস্তির দাবি জানিয়েছে।

রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলছেন, ক্যাম্পাসে ছাত্রদলের কোনো অবস্থান নেই। তাদেরকে আমরা ব্যানার লাগাতে নিষেধ করছিল। তবুও তারা ব্যানার লাগিয়েছিল। আমরা যেকোনো মূল্যেই তাদেরকে অবস্থান নিতে দিব না।

বিডি-প্রতিদিন/২২ অক্টোবর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর