২৩ অক্টোবর, ২০১৭ ১৪:৫০

রাবিতে ভর্তিচ্ছুকে ছুরিকাঘাত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

রাবিতে ভর্তিচ্ছুকে ছুরিকাঘাত

প্রতীকী ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। রবিবার রাত ১০ টায় ছিনতাইয়ে ব্যর্থ হয়ে তাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। 

ছুরিকাঘাতে আহত ভর্তিচ্ছুর নাম হুমায়ুন আজাদ। তিনি সোমবার অনুষ্ঠিত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে চট্র্রগ্রাম থেকে এসেছিলেন। তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ভুক্তভোগী ওই ভর্তিচ্ছু জানায়, রবিবার রাত ১০ টার দিকে আজাদসহ মোট ৫ জন ভর্তিচ্ছু চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসে করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসেন। সেখান থেকে হেঁটে বিনোদপুরের দিকে যাচ্ছিলেন। অর্ধেক রাস্তা যাওয়ার পর তাদের মধ্যে ৩ জন কিছুটা সামনে এগিয়ে যায় আর আজাদসহ আরেকজন ভর্তিচ্ছু পেছনে পড়ে যান। এসময় পেছন থেকে একটি অটোতে করে তিনজন যুবক এসে আজাদকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এসময় আজাদের চিৎকার শুনে অন্যরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা তার হাতে ও বুকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘ঘটনাটি আমার জানা নাই। সাংবাদিকের কাছেই প্রথম শুনেছি।’

 

বিডি প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর