১৬ নভেম্বর, ২০১৭ ২১:৩৩

চবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সের শিক্ষক অধ্যাপক ড. রফিকুল হকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। 

অভিযোগটি আমলে নিয়ে আজ বৃহস্পতিবার ইনস্টিটিউটের এক জরুরি বৈঠকে ঘটনা তদন্ত করতে ইনস্টিটিউটের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. মোজাফফর আহমদ ও অধ্যাপক ড. আল আমিনকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়েছে।

এর আগে গত ১৪ নভেম্বর ফরেস্ট্রি ইনস্টিটিউটের ওই শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রী যৌন হয়ারানির কথা উল্লেখ করে ইনস্টিটিউটের পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন। এরপর ওই শিক্ষকের বিরুদ্ধে আরও দুই ছাত্রী একই অভিযোগ করেন। এসব অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে জরুরি বৈঠক ডেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. দানেশ মিয়া বলেন, ‘ওই শিক্ষককের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। শিক্ষার্থীরা তার অপসারণ চেয়ে আবেদন করেছে। বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব।’ 

তিনি আরও বলেন, ‘তদন্তকালীন সময়ে ড. রফিকুল হককে সব ধরনের একাডেমিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
 

বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৭/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর