১৮ নভেম্বর, ২০১৭ ২০:২৯

শেকৃবি’র ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৫৫ জন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

শেকৃবি’র ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৫৫ জন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৫৫ জন শিক্ষার্থী। এ বছর স্নাতক ১ম বর্ষে চারটি অনুষদে ৬৮২ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৪০ হাজার ৫৮৩ টি। এর মধ্যে আবেদন ফি জমা দিয়েছে ৩৮ হাজার ১২৫ জন। 

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর সকাল ১০ টায়। অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ১৯ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের ১৭ টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য সচিব ড. নূর  মোহম্মদ রহমতউল্লাহ বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন। তবে বিদেশী শিক্ষার্থীদের আবেদনের সুযোগ ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার আগ পর্যন্ত থাকবে বলে ভর্তি প্রক্রিয়া শাখা সূত্র জানায়। এছাড়া ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sau.edu.bd) পাওয়া যাবে।

গত বছর ভর্তি জালিয়াতির অভিযোগ উঠায় ও ইলেক্ট্রনিক ডিভাইসসহ ৯ জন পরীক্ষার্থী আটক হওয়ায় এবার বাড়তি সতর্কতা অবলম্বন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার বলেন, ‘যেকোন প্রকার জালিয়াতি রোধে আমরা সচেষ্ট আছি। এজন্য ভ্রাম্যমাণ আদালত থাকবে, পরীক্ষার হলে পরীক্ষার্থী বা দায়িত্বরত শিক্ষক কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না, প্রতিটি কেন্দ্রে আর্চওয়ে ব্যবহার করা হবে’। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর