শিরোনাম
১৯ নভেম্বর, ২০১৭ ২২:০৭

রাবিতে ছাত্রী অপহরণের ঘটনায় সাবেক স্বামীসহ দু'জন রিমান্ডে

রাবি প্রতিনিধি

রাবিতে ছাত্রী অপহরণের ঘটনায় সাবেক স্বামীসহ দু'জন রিমান্ডে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রী অপহরণের ঘটনায় গ্রেফতার 'সাবেক স্বামী'সহ দুইজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার রাজশাহী মুখ্য মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন।   

আসামিরা হলেন, ওই ছাত্রীর 'সাবেক স্বামী' এবং অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসের চালক জাহিদুল ইসলাম।

গত শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাপসী রাবেয়া হলের সামনে থেকে ওই ছাত্রীকে। তার 'সাবেক স্বামী'সহ কয়েকজন জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায় বলে তার সহপাঠী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়।

ওইদিন সন্ধ্যায় নগরীর মতিহার থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন। মামলায় ওই ছাত্রীর 'সাবেক স্বামী'সহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়।

ওই রাতে নওগাঁ থেকে মেয়েটির শ্বশুরকে গ্রেফতার করা হয়। শনিবার ঢাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার এবং তার 'সাবেক স্বামী'কে আটক করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির এসআই ইসমাইল হোসেন বলেন, বিকালে তিন আসামিকে রাজশাহী মুখ্য মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়।

শুনানি শেষে মেয়েটির শ্বশুরকে জেলহাজতে এবং অপর দুজনকে একদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাবাসাদের আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা আরও জানান, দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। এরপর আদালতে জবানবন্দি রেকর্ড করে তাকে বাবা-মার হেফাজতে দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/১৯ নভেম্বর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর