২০ নভেম্বর, ২০১৭ ১৮:২৯

ইবির প্রতি আসনে লড়বে ৩৮ শিক্ষার্থী

ইবি প্রতিনিধি

ইবির প্রতি আসনে লড়বে ৩৮ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষ অনার্স (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৮ জন ভর্তিচ্ছু। এবার ২২৭৫টি (কোটা বাদে) আসনের বিপরীতে মোট ৮৭ হাজার ৩৮৮টি আবেদন জমা পড়েছে। 

সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার নুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

আগামী ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার পাঁচটি অনুষদের অধীনে আটটি ইউনিটে মোট ৩৩টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একাডেমিক শাখা সূত্রে জানা যায়, 'এ' ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ হাজার ৮২টি। প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিবেন ৯ জন ভর্তিচ্ছু। 'বি' ইউনিটে ৪২০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১৪ হাজার ৩৯৮টি। প্রতিটি আসনের জন্য লড়বেন ৩৬ জন। 

'সি' ইউনিটে ৩৭৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১৭ হাজার ৪৩৫। প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৭ জন। 

'ডি' ইউনিটে ২৫০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১৬ হাজার ৬৪৬টি। এই ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন সর্বোচ্চ সংখ্যক ৬৭ জন। 'ই' ইউনিটে ২০০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১২ হাজার ৯৬৬ টি। এই ইউনিটে প্রতি আসনে ৬৫ জন। 

'এফ' ইউনিটে ১০০ আসনের বিপরীতে ৩ হাজর ৭৫৯ জন জমা পড়েছে। প্রতি আসনের বিপরীতে ৩৮ জন। 'জি' ইউনিটে ৪৫০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৯ হাজার ১১৮টি। প্রতি আসনে লড়বে ২১ জন ভর্তিচ্ছু। এছাড়া 'এইচ' ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ হাজার ৭৩১ টি। প্রতি আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে অংশ নেবেন ৪৫ জন ভর্তিচ্ছু। 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি আবেদন প্রক্রিয় ১৫ অক্টোবর শুরু হয়ে ১৯ নভেম্বর শেষ হয়। ভর্তিচ্ছুরা ২০ নভেম্বর থেকে আগামী ২৯ নভেম্বরের মধ্যে তাদের প্রবেশপত্র উত্তোলন করতে পারবে। 

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে পাওয়া যাবে।

বিডি প্রতিদিন/২০ নভেম্বর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর