২১ নভেম্বর, ২০১৭ ১৭:৩৭

জাবিতে ৭ দিনব্যাপী ম্যানেজমেন্ট উইক বুধবার শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাবিতে ৭ দিনব্যাপী ম্যানেজমেন্ট উইক বুধবার শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ আয়োজন করেছে ৭ দিনব্যাপী ৫ম ম্যানেজমেন্ট উইক ২০১৭।  বুধবার সকাল ১০ টায় বিজনেস স্টাডিজ ভবনের সামনে থেকে র‌্যালির মাধ্যমে অনুষ্ঠানটি উদ্ধোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষ্ঠানের আহ্বায়ক মাহমুদ আল হাসান। তিনি বলেন, এবারের অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে ব্লাড স্ক্রিনিং, বৃক্ষরোপণ, ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশীপ, ন্যাশনাল বিজনেস প্ল্যান কম্পিটিশন, ন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন, সেমিনার অন ক্যারিয়ার প্ল্যানিং, খেলাধুলা ও কালচারাল নাইট। এবারের কালচারাল অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় ব্যান্ড ‘শূন্য’।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি মো.জাহিদুল করিম ও বিভাগের শিক্ষার্থীরা।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর