২১ নভেম্বর, ২০১৭ ২২:৩১

বেরোবিতে তিন দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সৌম্য সরকার, বেরোবি


বেরোবিতে তিন দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব বিভাগের শিক্ষককে বিভাগীয় প্রধান নিয়োগ, শিক্ষকদের উদ্দেশ্যগত হয়রানি বন্ধ এবং সেশনজট ও আনুষঙ্গিক জটিলতা নিরসনসহ তিন দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোক-প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। লোক-প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী পোমেল বড়ুয়ার সঞ্চালনায় মাববন্ধনে বক্তব্য রাখেন, উক্ত বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান, সৌরভ সরকার, মাহফুজুল ইসলাম বকুল, রতন, ফেরদৌস হাসান ফিরোজ, সেলিম হোসেন, জাকারিয়া জাকির প্রমুখ।

মানববন্ধন শেষে উপাচার্যের পক্ষ থেকে আগামী বছরের জানুয়ারি থেকে ওই বিভাগ থেকে বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তবে তিনটি দাবি পূরণ না হলে আন্দোলন বন্ধ করবে না বলে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে লোক-প্রশাসন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর