শিরোনাম
২৫ নভেম্বর, ২০১৭ ০২:৫৬

বেরোবি রোভার স্কাউটের অফিস উদ্বোধন

বেরোবি প্রতিনিধি

বেরোবি রোভার স্কাউটের অফিস উদ্বোধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রোভার স্কাউটের অফিস উদ্বোধন করা হয়েছে। উপাচার্য প্রফেসর ড. নাজমুল   আহসান কলিমউল্লাহ শুক্রবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে (নিচতলা উত্তর-পূর্ব দিকে অবস্থিত, কক্ষ নং-১১৮) এই অফিসটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক ও বেরোবি রোভার স্কাউট-এর সাধারণ সম্পাদক   সৈয়দ আনোয়ারুল আজিম, ইংরেজি বিভাগের প্রভাষক ও সহকারী রোভার স্কাউট লিডার (আরএসএল) মৌটুসি রায়।

অফিস কক্ষটির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে উপাচার্য রোভার স্কাউটের অভিবাদন গ্রহণ করেন এবং তাদের সমাবেশে অংশ নেন।

পরে উপাচার্য অফিস কক্ষটিতে কিছু সময় অতিবাহিত করেন এবং বেরোবি রোভার স্কাউট এখন থেকে অধিকতর গতিশীল পন্থায় তাদের সকল কার্যক্রম পরিচালিত করবেন বলে আশাব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ৪ জুলাই ২০১০ সালে পুরুষ ইউনিট এবং ১৭ জুলাই নারী ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরু করে।

বিডি প্রতিদিন/২৫ নভেম্বর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর