৯ ডিসেম্বর, ২০১৭ ১৬:০২

রাবিতে রোকেয়া দিবস পালন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

রাবিতে রোকেয়া দিবস পালন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি ও সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাবি ড্রামা এসোসিয়েশনের (রুডা) আয়োজনে আজ বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে রোকেয়া হলের সামনে সমাবেশে মিলিত হয়। এ সময় বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

রুডার সভাপতি সুব্রত কুমার ভৌমিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন, মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক একেএম আরিফুল ইসলাম, রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি ইন্দ্রজিৎ কুমার প্রমুখ। সমাবেশে বক্তারা রোকেয়া হলের সামনে বেগম রোকেয়ার ভাস্কর্য স্থাপনের দাবি জানান। একই দাবিতে আজ সন্ধ্যায় ক্যাম্পাসে প্রদীপ প্রজ্জ্বালন করবে রাবি শাখা প্রগতিশীল ছাত্রজোট। এর আগে হলের সামনে রুডার ৬৩তম প্রযোজনায় নাটক ‘জ্ঞানের আলো’ মঞ্চস্থ হয়।

বিডি প্রতিদিন/এ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর