১১ ডিসেম্বর, ২০১৭ ১১:১৯

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

অনলাইন ডেস্ক

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির-২০১৮ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সোমবার সকাল ১০টা বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে শুরু হয়েছে। চলবে দুপুর ২টা পর্যন্ত।

জানা গেছে, এ বছর ২ হাজার ১০ জন ভোটার আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দল ও বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দলের মধ্যে থেকে তাদের পছন্দের নেতৃত্ব বেছে নেবেন।

নির্বাচনে সভাপতি পদে নীল দলের প্রার্থী আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক পদে অধ্যপক শিবলী রুবাইয়াতুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে, সভাপতি পদে সাদা দলের প্রার্থী পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক মো. লুৎফর রহমান। এছাড়া অন্যান্য পদেও দু'দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।


বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর