১১ ডিসেম্বর, ২০১৭ ২৩:২৯

অবৈধ মোটরসাইকেল ধরতে রাবি প্রশাসনের অভিযান

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

অবৈধ মোটরসাইকেল ধরতে রাবি প্রশাসনের অভিযান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সোমবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অভিযানে অংশ নেয় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় গত রবিবার গুরুতর আহত হন এক শিক্ষার্থী। ওই ঘটনার পরদিনই এই বিশেষ অভিযান চালানো হলো।

প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, বিকেল থেকে ক্যাম্পাসের প্যারিস রোড, শহীদ মিনারের সামনে বিনোদপুর গেটের পাশে, কাজলা গেট, প্রশাসন ভবনের সামনে পুলিশ ও প্রক্টর এই অভিযান চালায়।

তারা অভিযোগ করে বলেন, বছরে এক দুবার এমন অভিযানে কোনো কাজ হবে না। প্রশাসন ও পুলিশকে সব সময় সতর্ক ও স্বক্রিয় থাকতে হবে। 

তারা আরো বলেন, ক্যাম্পাসে বিকেলে মোটরসাইকেলগুলোর বেপরোয়া গতির কারণে পথচারী শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কে থাকেন। এছাড়া মোটরসাইকেলের আশ্রয় নিয়ে মেয়েদের উত্যক্ত করা, নির্জন স্থানে ছিনতাই করার মত ঘটনা ঘটিয়ে দ্রুত সরে পড়ে অপরাধীরা।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে মোটরসাইকেলগুলোর ড্রাইভিং লাইসেন্স, ক্যাম্পাসের কার্ড আছে কিনা যাচাই করা হয়েছে। এছাড়া ক্যাম্পাসে চলার নিয়মের বাইরে কোনো বাইকের গতি থাকলে তাদের ধরা হয়েছে। অনেকগুলো মোটরসাইকেলের বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা করা হয়েছে। 

এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রক্টর।

বিডি প্রতিদিন/১১ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর