১২ ডিসেম্বর, ২০১৭ ২১:৩৮

জবি ডিবেটিং সোসাইটির রজতজয়ন্তী উদযাপন

জবি প্রতিনিধি

জবি ডিবেটিং সোসাইটির রজতজয়ন্তী উদযাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডিবেটিং সোসাইটির রজতজয়ন্তী (পঁচিশ বছর) উপলক্ষে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান-এর নেতৃত্বে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ভাষা শহীদ রফিক ভবনের সামনে কেক কেটে ও বেলুন উড়িয়ে রজতজয়ন্তী অনুষ্ঠান পালন করা হয়। 

র‌্যালিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর ড. মো. নজরুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল, ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সাধারণ সম্পাদক সবুজ রায়হান,জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ ডিবেটিং সোসাইটির সদস্যবৃন্দ ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য ১৯৯২ সালের ১০ ডিসেম্বর সংগঠনটি যাত্রা শুরু করে।

বিডি প্রতিদিন/১২ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর