১৬ ডিসেম্বর, ২০১৭ ২০:১৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

গোপালগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজয় শোভাযাত্রা, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া এবং বঙ্গবন্ধুর সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে ক্যাম্পাসে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর ক্যাম্পাসে শহীদ মিনারে এবং গোপালগঞ্জ শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া এবং এক মিনিট নিরবতা পালন করা হয়।

এর আগে দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং ক্যাম্পাসের প্রশাসনিক ও একাডেমিক ভবনে আলোকসজ্জা করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম এ সাত্তার, আইন অনুষদের ডীন মো. আব্দুল কুদ্দুস মিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর