১৭ ডিসেম্বর, ২০১৭ ১২:২৫

সিলাঙ্গর বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাসে 'লাল সবুজের বিজয় দিবস'

অনলাইন ডেস্ক

সিলাঙ্গর বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাসে 'লাল সবুজের বিজয় দিবস'

মালয়েশিয়ার সিলাঙ্গর বিশ্ববিদ্যালয় এবং ফানুস প্রাইভেট লিমিটেডের কুইজার্ডস দলের যৌথ উদ্যোগে 'লাল সবুজের বিজয় দিবস' শিরোনামে ক্যাম্পেইন এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ২০০ প্রতিযোগী অংশ নেন।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলাঙ্গর বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাস এর ভাইস প্রেসিডেন্ট (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মোখতার বিন আব্দুল্লাহ।

প্রতিযোগিতা শেষে প্রথম ১০ জন বিজয়ীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। বিজয়ীদের মাঝে প্রথম পুরষ্কার হিসেবে একটি ‘ট্যাব’, ২য় পুরষ্কার হিসেবে একটি ‘ইউ এস বি স্টোরেজ ড্রাইভ’, তৃতীয় পুরষ্কার হিসেবে একটি ‘ব্লু-টুথ সাউন্ড ডিভাইস’ এবং অবশিষ্টদের মাঝে ‘একাত্তরের চিঠি’ বইয়ের একটি করে কপি উপহার দেওয়া হয়।

তরুণ প্রজন্মের নিকট মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সিলাঙ্গর বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এই উদ্যোগটি গ্রহণ করে। 

বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর