শিরোনাম
১৩ জানুয়ারি, ২০১৮ ০১:৩৭

ঢাকা স্টেট কলেজের রজতজয়ন্তী উদযাপন

অনলাইন ডেস্ক

ঢাকা স্টেট কলেজের রজতজয়ন্তী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার উদযাপিত হলো ঢাকা স্টেট কলেজের রজতজয়ন্তী। রাজধানীর মোহাম্মদপুরের টাউন হলে অবস্থিত শহীদ পার্ক মাঠে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রজতজয়ন্তী পালন করা হয়। 

কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় অনুষ্ঠানস্থ পরিণত হয় মিলনমেলায়। 

সকাল সাড়ে ৭টায় শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের অনুষ্ঠানের সূচনা করা হয়। শোভাযাত্রায় বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। 

এরপর সকাল ১০টায় অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেনশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংসদ সদস্য অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার প্রমুখ।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন ঢাকা স্টেট কলেজের পরিচালনা পর্যদের সভাপতি আনছার আলী খান। 

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে গুণগত শিক্ষার উপর জোর দেন। এসময় তিনি ২৫ বছর সাফল্যের সাথে কলেজের একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

অতিথিদের বক্তব্যের পাশাপাশি ছিল ক্রেস্ট প্রদান, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সবশেষ প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, ঢাকা স্টেট কলেজ সাংস্কৃতিক ক্লাব আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো, তারার মেলা ও কনসার্ট।

বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর