১৩ জানুয়ারি, ২০১৮ ১৯:২৩

ইবিতে জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা দিবস পালিত

ইবি প্রতিনিধি:

ইবিতে জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা দিবস পালিত

'জননীর কাছে সবার আছে জন্ম-ঋণ, জরায়ুমুখের ক্যান্সার সচেতনতায় অংশ নিন’-এই স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা দিবস পালন করেছে ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ওমেন (ক্যাপ) একটি সংগঠন। আজদিবসটি উপলক্ষে র‌্যালি, পথসভা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে সংগঠনটির সদস্যরা। 

আজ বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ‘ক্যাপ'র সভাপতি আব্দুল্লাহ আল মাহদী ও সাধারণ সম্পাদক কেয়া বিশ্বাসের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালীটি ডায়না চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এর পাদদেশে এসে শেষ হয়। এসময় সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাম্মী আক্তার, ক্যাপ’র সদস্য অহিনা মোস্তাফা দিপ্তি।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর