১৫ জানুয়ারি, ২০১৮ ১৭:০৬

ইবির সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইবির সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁসের দায়ে শাস্তিপ্রাপ্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমিনের বিরুদ্ধে এবার চেক জালিয়াতির অভিযোগ উঠেছে। ঘটনার সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অধ্যাপক ড. এস এম মোস্তফা কামালকে আহ্বায়ক করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটির অন্য সদ্যসরা হলেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহদাৎ হোসেন আজাদ। যাচাই বাছাই শেষে কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে, রুহুল আমিনের বিভিন্ন সময়ে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। যা দেশের গণমাধ্যমে প্রকাশের পর 'টক অব দ্য কান্ট্রি'তে পরিণত হয় রুহুল আমিন। 

বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর