২০ জানুয়ারি, ২০১৮ ১৭:৩৭

কুয়েটে হাই-টেক পার্কের মূল ভবনের নির্মাণ শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

কুয়েটে হাই-টেক পার্কের মূল ভবনের নির্মাণ শুরু

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে নির্মাণাধীন খুলনা হাই-টেক পার্কের আইটি ইনকিউবেশন ও ট্রেইনিং সেন্টারের প্রি-কাস্ট পাইলিং কনস্ট্রাকশন কাজ শুরু হয়েছে। আজ বিকালে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। 
এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রজেক্ট ডাইরেক্টর (যুগ্ম সচিব) এএনএম শফিকুল ইসলাম, হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রকৌশলী ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রায় তিন শ’ কোটি টাকা ব্যয়ে এই হাই-টেক পার্কটি নির্মিত হলে শিক্ষা ও গবেষণাসহ মেধাবীদের কর্মসংস্থানে অগ্রণী ভূমিকা পালন করবে। বিশ্বে নামকরা আইটি কোম্পানীগুলো নতুন নতুন উদ্ভাবনী প্রসারে এখানে গবেষণা করবে এবং বিনিয়োগের মাধ্যমে দক্ষ জনশক্তি  গড়ে উঠবে। কর্মকর্তারা এসময় নির্মাণ কাজের বিভিন্ন স্থান পরিদর্শণ করেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর