২০ জানুয়ারি, ২০১৮ ২০:১৩

'বদলে যাওয়া সমাজে মূল্যবোধ ধরে রাখতে হবে'

নিজস্ব প্রতিবেদক

'বদলে যাওয়া সমাজে মূল্যবোধ ধরে রাখতে হবে'

ফাইল ছবি

দ্রুত বদলে যাওয়া সমাজে মূল্যবোধ ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ৬০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে এ আহ্বান জানান তিনি। 

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে স্পিকার বলেন, বিশ্বায়নের এই যুগে দ্রুত বদলে যাচ্ছে সমাজ। তথ্য প্রযুক্তির উন্নয়ন, জলবায়ুর পরিবর্তন, দারিদ্র বিমোচন এবং নারীর ক্ষমতায়ন সমাজ পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। এসময় সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সমাজ বিজ্ঞানীদের দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। শিক্ষার্থীদের আরও বেশি গবেষণা করতে হবে। কেননা আধুনিক সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে।

সমাজ বিজ্ঞান অনুষদের চেয়ারপার্সন প্রফেসর নেহাল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের প্রখ্যাত সমাজ বিজ্ঞানী প্রফেসর টি.কে উম্মেন। 

এসময় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর নাসরিন আহমেদ, প্রখ্যাত সমাজ বিজ্ঞানী প্রফেসর কে এ এম সাদউদ্দিন, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর সাদেকা হালিম, প্রফেসর অনুপম সেন, প্রফেসর মনিরুল ইসলাম খান প্রমুখ। 

বিডি প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর