২২ জানুয়ারি, ২০১৮ ১৯:৩৩

বেরোবিতে সরস্বতী পূজা উদযাপন

সৌম্য সরকার, বেরোবি প্রতিনিধিঃ

বেরোবিতে সরস্বতী পূজা উদযাপন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে  উদযাপিত হয়েছে সরস্বতী পূজা। 

সোমবার  সকাল সাড়ে ৬টায় মঙ্গল প্রার্থনার মধ্যদিয়ে শুরু হয় বাণী অর্চনা-১৪২৪। বিশ্ববিদ্যালয়ের ১নম্বর খেলার মাঠে বেরোবি সনাতন পরিবার সরস্বতী পূজার আয়োজন করে। দিনব্যাপী আয়োজনের বিভিন্ন পর্যায়ে প্রতিমা স্থাপন, প্রদীপ প্রজ্জ্বলন, ঘট স্থাপন, পুষ্পাঞ্জলি অর্পন এবং প্রসাদ বিতরণের মধ্যদিয়ে চলা বাণী অর্চনা-১৪২৪ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। 

কেন্দ্রীয়ভাবে আয়োজনের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং শহীদ মুখতার ইলাহী হল-এর সনাতন শিক্ষার্থীরাও আলাদা আলাদা বাণী অর্চনার আয়োজন করে। এসময় উপাচার্য পূজা অর্চনায় উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন এবং সার্বিক খোঁজ-খবর নেন। 

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল-এর প্রভোস্ট ও সদ্য নির্বাচিত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, শহীদ মুখতার ইলাহী হল-এর সহকারী প্রভোস্ট ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. রশীদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং পূজা আয়োজক কমিটির সদস্যবৃন্দ। 
দিনব্যাপী পূজা আয়োজনের সন্ধায় প্রার্থনা ও আরতি এবং প্রতিমা বিসর্জন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিডিপ্রতিদিন/ ২২ জানুয়ারি, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর