২৩ জানুয়ারি, ২০১৮ ১৪:৩৯

শিক্ষার্থীদের আন্দোলন, অবরুদ্ধ ঢাবি উপাচার্য

অনলাইন ডেস্ক

শিক্ষার্থীদের আন্দোলন, অবরুদ্ধ ঢাবি উপাচার্য

চার দফা দাবিতে ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। এতে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান অবরুদ্ধ হয়ে পড়েছেন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে উপাচার্য কার্যালয়ের প্রধান ফটকের (গেট) তালা ভেঙে কার্যালয় প্রাঙ্গণে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। পরে বেলা ১টার দিকে কলাপসিবল গেটও ভেঙে ফেলেন।
এর আগে ১১টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হয়ে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি টিএসসি, কলাভবন, বিজনেস ফ্যাকাল্টি, বিজনেস স্টাডিজ অনুষদ ঘুরে উপাচার্য কার্যালয়ের সামনে আসে। এ সময় তারা হ্যান্ড মাইকে স্লোগান দেন।
সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচিতে ছাত্রীদের ওপর ছাত্রলীগের ‘নিপীড়নের’ প্রতিবাদে আন্দোলনে নামেন এসব শিক্ষার্থীরা। আন্দোলনে তাদের অন্যতম দাবি প্রক্টরের পদত্যাগ। এছাড়া ছাত্র প্রতিনিধিদের নিয়ে শিক্ষার্থীদের কর্মসূচিতে ‘হামলার’ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুই দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার দাবি জানাচ্ছেন তারা।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর