২৪ জানুয়ারি, ২০১৮ ১৬:৫৪

জাবিতে নৃগোষ্ঠী ও অনগ্রসর সম্প্রদায় কোটার সাক্ষাৎকার ৩১ জানুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাবিতে নৃগোষ্ঠী ও অনগ্রসর সম্প্রদায় কোটার সাক্ষাৎকার ৩১ জানুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায় কোটার সাক্ষাৎকার আগামি ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।  আজ বুধবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যাল ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি (বুধবার) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে (প্রশাসন ভবনের তৃতীয় তলা) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সাক্ষাৎকারে গ্রহণ করা হবে। 
সাক্ষাৎকালে শিক্ষার্থীদের স্ব-শরীরে উপস্থিত থাকতে হবে। সাক্ষাৎকারের সময় অবশ্যই এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং জেলা প্রশাসন হতে প্রকৃত ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায়ের সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। 
বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: www.juniv.edu/admission ও রেজিস্ট্রার অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাচ্ছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর