শিরোনাম
১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ২০:০৪

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ১০ম ব্যাচের 'র‌্যাগ ডে' শুরু

টাঙ্গাইল প্রতিনিধি:

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ১০ম ব্যাচের 'র‌্যাগ ডে' শুরু

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ম ব্যাচের শিক্ষার্থীদের ৩ দিনব্যাপী ‘শিক্ষা সমাপনী উৎসব (র‌্যাগ ডে)’ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন প্রশাসনিক ভবন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দিয়ে বসন্তের ১ম দিনে ৩ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন।

এসময় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ১০ম ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

উৎসবের ১ম দিন ১৩ ফেব্রুয়ারি আনন্দ র‌্যালী, রংখেলা, ফানুস উড়ানো ও ডিনারের আয়োজন এবং ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ২ দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঋতুরাজ বসন্তের ১ম দিনে এ উৎসবের শুরু হওয়ায় শিক্ষার্থীদের আনন্দের মাত্রা আরও বেড়ে যায়। শিক্ষার্থীরা সারাদিনই রংখেলা ও হৈ-হুল্লরে মেতে থাকে।

বিডিপ্রতিদিন/ ১৩ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর