শিরোনাম
১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ১৫:১১

রাবিতে সাংবাদিকতা শিক্ষার নেটওয়ার্কিং কনফারেন্স শুক্রবার

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাবিতে সাংবাদিকতা শিক্ষার নেটওয়ার্কিং কনফারেন্স শুক্রবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকতা শিক্ষার নেটওয়ার্কিং কনফারেন্স হবে আগামীকাল শুক্রবার।

বৃহস্পতিবার দুপুরে বিভাগ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গুণগত মানের সাংবাদিকতা শিক্ষা প্রসারের লক্ষ্যে ও দেশে সাংবাদিতকতা শিক্ষায় জড়িত প্রতিষ্ঠানসমূহের মধ্যে সম্পর্ক উন্নয়নে কনফারেন্সের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কনফারেন্সটি শুরু হবে। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান, বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, ডয়েচেভেলে একাডেমীর এশিয়া ও ইউরোপের আঞ্চলিক প্রধান মিশেল কারসেন। সভাপতিত্ব করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে। এই কনফারেন্সে দেশের ২০টি সরকারি-বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রধানগণ উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, সাংবাদিকতা শিক্ষা অর্জনের মাধ্যমে পেশাগত মানোন্নয়নে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডয়েচেভেলে একাডেমী, জার্মানির তিন বছর মেয়াদী প্রকল্পের অংশ হিসেবে এই কনফারেন্সের আয়োজন করা হয়।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর