২১ ফেব্রুয়ারি, ২০১৮ ১৯:৪৩

চবিতে তিন শর্তে ছাত্রলীগের অবরোধ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চবিতে তিন শর্তে ছাত্রলীগের অবরোধ স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ একাংশের ডাকা অনির্দিষ্টাকালের অবরোধ তিন শর্তে স্থগিত করেছে। নতুন করে কাউকে আটক ও মামলা না দেয়া, যারা আটক হয়েছে তাদের মুক্তি দেয়া এবং প্রক্টরের অপসারণের বিষয়ে ভিসির বিবেচনার আশ্বাস। গত মঙ্গলবার রাত থেকে ছাত্রলীগ অবরোধ স্থগিত করে বলে জানা যায়।   

ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপু বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশানকে তিনটি দাবি দিয়েছিলাম। এর মধ্যে দুটি পূরণ করা হয়েছে এবং একটি পূরণে আশ্বাস দিয়েছেন। তাই অবরোধ স্থগিত করা হয়েছে।’          

প্রসঙ্গত, গত সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুলিশের এক নায়েকসহ পাঁচজন আহত হয়। পরে ওইদিন রাতে উত্তেজনা বিরাজ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন হলে অভিযান চালিয়ে দু’টি এলজি, রামদা ও পাথরসহ কয়েক বস্তা দেশিয় অস্ত্র উদ্ধার করে। গত মঙ্গলবার আবাসিক হলে নেতাকর্মীদের নির্যাতনে প্রক্টরের সম্পৃক্ততার অভিযোগ তুলে ছাত্রলীগ তার অব্যাহতি চেয়ে অবরোধের ডাক দেয়।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর