২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ২২:১৭

সাপ্পোরো ডেন্টাল ও হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা বিনিময় চুক্তি

নিজস্ব প্রতিবেদক

সাপ্পোরো ডেন্টাল ও হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা বিনিময় চুক্তি

রাজধানীর উত্তরায় অবস্থিত সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালের সাথে জাপানের ন্যাশনাল হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ। এসময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. আব্দুর রশীদ, জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক আতসুরো ইয়োকোয়্যামা, হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের ওরাল সার্জারি বিভাগের প্রতিনিধি দল ও সাপ্পোরো ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্পোরো ডেন্টাল কলেজের গভর্নিং বডির সদস্য অধ্যাপক ডা. এস এ আশরাফ।

উচ্চ শিক্ষা ও উন্নত প্রশিক্ষণের ক্ষেত্রে এই চুক্তি নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

বিডি প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর