১৪ মার্চ, ২০১৮ ১৭:২৮

কোটার সংস্কারের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপি

দিনাজপুর প্রতিনিধি:

কোটার সংস্কারের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপি

কোটা প্রথার সংস্কারের দাবিতে দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে।  

বুধবার দুপুরে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল জেলা প্রশাসক’র মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক ড মোঃ শহীদ হোসেন চৌধুরী এই স্মারকলিপি গ্রহণ করেন।

স্বারকলিপি প্রদানকালে সমন্বয়কারী রোকনুজ্জামান রোকনসহ ওমর কায়েস, মিজানুর রহমান, মহিউদ্দীন নুর, তারিকুল ইসলাম, রাশেদুল ইসলাম রাশেদ, রুবেল রাজ প্রমুখ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, তাদের দাবি হলো, কোটা ব্যবস্থার সংস্কার করে ৫৬ থেকে ১০শতাংশ এ আনতে হবে, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে, কোটা কোন ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নয়, চাকুরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার নয়, চাকুরিতে প্রবেশের ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা করতে হবে।

বিডিপ্রতিদিন/ ১৪ মার্চ, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর