১৬ মার্চ, ২০১৮ ১৭:৩১

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া

ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান ও সার্জারি বিভাগের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। 

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে গত বৃহস্পতিবার তিন বছর মেয়াদে তার নিয়োগ সংক্রান্ত এই প্রজ্ঞাপন জারি করা হয়। বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ মার্চ। এর পরদিন নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ করবেন ডা. কনক কান্তি বড়ুয়া। 

ডা. কনক বিএসএমএমইউ’র নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান ও সার্জারি বিভাগের ডিনের দায়িত্ব পালন করে আসছেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন (বিসিপিএস)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

উপাচার্য হিসেবে নিয়োগের ব্যাপারে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে আমাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তিন বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আগামী রবিবার প্রজ্ঞাপন হাতে পাবো বলে আশা করছি। 


বিডি প্রতিদিন/১৬ মার্চ ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর