১৬ মার্চ, ২০১৮ ১৯:৩২

ইবির আল হাদিস বিভাগে ওরিয়েনটিশন প্রোগ্রাম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,

ইবির আল হাদিস বিভাগে ওরিয়েনটিশন প্রোগ্রাম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ওরিয়েনটিশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪০৩ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বিভাগের পক্ষ থেকে সান্ধ্যকালীন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের জৈষ্ঠ্য অধ্যাপক ড. আ. খ. ম. ওয়ালী উল্লাহ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ও সান্ধ্যকালীন কোর্সের সমন্বয়কারী ড. সৈয়দ মাকসুদুর রহমান। আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ড. সেকান্দার আলী, অধ্যাপক ড. আ. ন. ম. ইকবাল হোসাইন, অধ্যাপক ড. মোঃ অলিউল্লাহ প্রমূখ। এসময় বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও সান্ধ্যকালীন কোর্সের নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 


বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর