১৭ মার্চ, ২০১৮ ১৭:০৬

নোবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

নোয়াখালী প্রতিনিধি:

নোবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। 

কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল- ক্যাম্পাসে র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন এবং আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠান। 

এদিন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের নেতৃত্বে র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশনসহ বিভিন্ন ইনস্টিটিউট, হল ও বিভাগের পক্ষ হতে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে শেষ হয়। 

সেখানে সংক্ষিপ্ত বক্তৃতায় উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ সৃষ্টি হতো না। তাই বঙ্গবন্ধুর অপর নাম বাংলাদেশ। টুঙ্গিপাড়ার ছোট্ট সে খোকা যৌবনে হয়ে উঠেছিলেন রাজনীতির কবি, পয়েট অব পলিটিক্স। ইতিহাসের এ মহান নায়কের রাজনৈতিক প্রজ্ঞা ও মেধায় আপামর বাঙালি স্বশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ও বাংলাদেশ স্বাধীন করেছিল। বঙ্গবন্ধু হচ্ছেন ইতিহাসের শ্রেষ্ঠ নায়ক, হিরো অব দি হিরোজ। 

র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে নোবিপ্রবি অনুষদসমূহের ডিন, রেজিস্ট্রার, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর, ছাত্র নির্দেশনা পরিচালক, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ এবং ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। 

এরপর হাজী  মোহাম্মদ ইদ্রিছ অডিটোরিয়ামে আয়োজিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘আমার বাংলাদেশ’ এবং ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ এ দুটি বিষয়ের উপর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১ম থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয় হতে আগত ৭ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। আর  নোবিপ্রবি শিক্ষার্থীবৃন্দ আবৃত্তি ও গান পরিবেশন করেন।  

এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টায় লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের’ বিভিন্ন দুর্লভ ছবি প্রদর্শনের আয়োজন করা হয়। 

বিডিপ্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর