২০ মার্চ, ২০১৮ ১৪:৪৫

ইবিতে ‘ফ্রাকশনাল ডিফারেন্টশিয়াল ইকুয়েশন’ শীর্ষক সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইবিতে ‘ফ্রাকশনাল ডিফারেন্টশিয়াল ইকুয়েশন’ শীর্ষক সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ফ্রাকশনাল নন-লিনিয়ার ডিফারেন্টশিয়াল ইকুয়েশন’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরমানু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের গণিত বিভাগের কম্পিউটার ল্যাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আলী আকবরের তত্ত্বাবধায়নে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মোঃ নুরুল ইসলাম ‘ফ্রাকশনাল নন-লিনিয়ার ডিফারেন্টশিয়াল ইকুয়েশন’ শিরোনামে গবেষণা করেন ।
গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আনিচুর রহমানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মমতাজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের অধ্যাপক ড. এস.এম মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, কামরুন নাহার, মোঃ আসাদুজ্জামান, বিভাগের সভাপতি আবুল কাওছার, সহকারী অধ্যাপক সজীব আলী প্রমুখ।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর