২০ মার্চ, ২০১৮ ১৫:৩০

ইবিতে 'বাংলাদেশে ইসলামের আগমন ও বিকাশ' শীর্ষক সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ইবিতে 'বাংলাদেশে ইসলামের আগমন ও বিকাশ' শীর্ষক সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে ইসলামের আগমন ও বিকাশ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টায় থিওলজি অনুষদের সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী‘র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি অনুষদের ডিন প্রফেসর ড. আ.ফ.ম আকবর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা তত্ত্ববধায়ক প্রফেসর ড. এ.এইচ.এম ইয়াহ্ইয়ার রহমান। 
আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে ‘বাংলাদেশে ইসলামের আগমন ও বিকাশ’ শীর্ষক শিরোনামে গবেষণা করছেন মো. ওলি আহাদ।

সেমিনারে আলোচনা করেন প্রফেসর ড. এম এয়াকুব আলী, প্রফেসর ড. এ.কে.এম রাশেদুজ্জামান। এছাড়াও উন্মুক্ত আলোচনা করেন প্রফেসর  ড. মোহাম্মদ মামুন,প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, প্রফেসর ড. আ.ছ.ম তরীকুল ইসলাম, প্রফেসর ড. আব্দুল মোত্তালেব, প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম, প্রফেসর ড. আ.ন.ম ইকবাল হোসাইন,প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান, প্রফেসর ড. কামরুল হাসান প্রমুখ। 
সেমিনারে বক্তারা বাংলাদেশে কিভাবে ইসলামের আগমন ও বিকাশ এবং এর সাথে সম্পৃক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সেমিনারে সঞ্চালনা করেন প্রফেসর ড. শেখ এ.বি.এম জাকির হোসেন।  

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর