২০ মার্চ, ২০১৮ ১৯:২৬

শাবিতে উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালা

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

শাবিতে উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালা

ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুওরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় আয়োজিত কর্মশালায় আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাসের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে সময়পোযোগী ও ত্বরান্বিত করতে এই কর্মশালা অনন্য ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিতে ইতোমধ্যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।’
কর্মশালায় রিসোর্চ পারসন হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান। 

 

বিডি প্রতিদিন/২০ মার্চ ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর