Bangladesh Pratidin

প্রকাশ : ২২ মার্চ, ২০১৮ ১৯:৩০ অনলাইন ভার্সন
আপডেট : ২২ মার্চ, ২০১৮ ১৯:৩১
ভর্তি জালিয়াতিতে জড়িত জবির দুই শিক্ষার্থী বহিষ্কার
জবি প্রতিনিধি
ভর্তি জালিয়াতিতে জড়িত জবির দুই শিক্ষার্থী বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির সাথে সরাসরি জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমান (আইডি নং বি-১৫০৪০৩০৭০) এবং ফার্মেসি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আকিব বিন বারী (আইডি নং বি- ১৩০৬০৬০২০) কে সাময়িক বহিষ্কার করা হয়েছে।  

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভর্তি পরীক্ষায় জালিয়াতির আচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলভ নয় এবং শৃঙ্খলা পরিপন্থী বিধায় তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার লিখিত জবাব আগামী ১০ কার্যদিবসের মধ্যে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। 

এর আগে ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে সম্পৃক্ততার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিক বিন বারীকে সংগঠন থেকে বহিষ্কার করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। 

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছয় জনকে আটক করে থানায় দেয়া হয়েছে। এবং এই জালিয়াতির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অভিযান চলমান রয়েছে।

বিডি প্রতিদিন/২২ মার্চ ২০১৮/আরাফাত

আপনার মন্তব্য

up-arrow