শিরোনাম
৩ এপ্রিল, ২০১৮ ১৯:০৪

শাবিতে শাটল বাস সার্ভিস চালু

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাবিতে শাটল বাস সার্ভিস চালু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাটল বাস সার্ভিস চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর হতে প্রধান ফটক এবং প্রধান ফটক হতে গোল চত্বর পর্যন্ত এপ্রিলের প্রথম সপ্তাহে এ বাস সার্ভিস চালু হয়। 

এখন থেকে সকাল সাড়ে ১০টা, ১১টা, সাড়ে ১১টায় গোল চত্বর হতে প্রধান ফটক এবং সকাল ১০টা ৪০মিনিট, ১১টা ১০ মিনিট ও ১১টা ৪০ মিনিটে প্রধান ফটক হতে গোল চত্বর পর্যন্ত শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এ শাটল বাস সার্ভিস চালু থাকবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক অধ্যাপক ড. জহির বিন আলম। 

এ ব্যাপারে ড. জহির বিন আলম বলেন, শাটল বাস সার্ভিস শুধু সকালে চালু করা হয়েছে। তবে শিক্ষার্থীদের চাহিদা ও জনপ্রিয়তার ভিত্তিতে ভবিষ্যতে বিকালে ও সাপ্তাহিক ছুটির দিনেও এ সার্ভিস চালু করা হতে পারে। 

বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর