৩ এপ্রিল, ২০১৮ ২০:০১

শাবির সিইই বিভাগের পুনর্মিলনী ৫ ও ৬ এপ্রিল

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাবির সিইই বিভাগের পুনর্মিলনী ৫ ও ৬ এপ্রিল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী-শিক্ষকদের নিয়ে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ৫ ও ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে এসোসিয়েশন অফ সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর সাংগঠনিক সম্পাদক শুভ রঞ্জন পাল এসব কথা বলেন।
 
দুই দিনব্যাপী এ পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সিইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুশতাক আহমেদ।

এছাড়া দুই দিনব্যাপী এ আয়োজনে আরও থাকছে টেকনিক্যাল সেমিনার, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, জলের গানের কনসার্ট ও আতশবাজি প্রজ্জ্বলন।

বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর