১২ এপ্রিল, ২০১৮ ১৬:৩১

ঢাবির সুফিয়া কামাল হলের ঘটনায় ছাত্রলীগের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক

ঢাবির সুফিয়া কামাল হলের ঘটনায় ছাত্রলীগের তদন্ত কমিটি

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুফিয়া কামাল হলের ঘটনায় তদন্ত কমিটি করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। গঠিত কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেন।

কমিটির সদস্যরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নুসরাত জাহান নুপুর ও নিশীতা ইকবাল নদী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলে সংঘঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তের জন্য চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল রাতে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ছাত্রীদের নির্যাতনের অভিযোগ ওঠে হল শাখা ছাত্রলীগের সভাপতি ইশরাত জাহান এশার বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বহিষ্কার করে। 

বিডি প্রতিদিন/১২ এপ্রিল ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর