২০ এপ্রিল, ২০১৮ ১৪:৪২

'ফেসবুকে অপতথ্য প্রচার করায় ৩ ছাত্রীকে অভিভাবকদের হাতে দেয়া হয়'

অনলাইন ডেস্ক

'ফেসবুকে অপতথ্য প্রচার করায় ৩ ছাত্রীকে অভিভাবকদের হাতে দেয়া হয়'

ফাইল ছবি

ফেসবুকে অপতথ্য প্রচার করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) অস্থিতিশীল করার চেষ্টা করায় কবি সুফিয়া কামাল হলের ওই ৩ ছাত্রীকে তাদের অভিভাবকের হাতে তুলে দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ শুক্রবার সকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নানাভাবে ভয়ভীতি দেখিয়ে হলের আবাসিক তিন ছাত্রীকে বৃহস্পতিবার রাতে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে হল কর্তৃপক্ষের বিরুদ্ধে। তারা হলেন- শারমীন ‍শুভ (গণিত, তৃতীয় বর্ষ), কামরুন্নাহার লিজা (থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, চতুর্থ বর্ষ) ও পারভীন (গণিত)। 

কামরুন্নাহার লিজা ও পারভীনকে রাত ১০টার পর এবং শারমীন শুভকে রাত ১২টার দিকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। 

বিডি প্রতিদিন/২০ এপ্রিল ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর