Bangladesh Pratidin

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০১৮ ১৩:৪৮ অনলাইন ভার্সন
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮ ১৩:৫১
শাবিতে ডিএনএ দিবস পালিত
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
শাবিতে ডিএনএ দিবস পালিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্ন্তজাতিক ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড (ডিএনএ) দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিএমবি ডিবেটিং এন্ড ক্রিয়েটিং ক্লাবের উদ্যোগে এ দিবসটি পালিত হয়। 

বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে হতে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের হয় যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে একটি সমাবেশে মিলিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক ড. বদিয়ার রহমান, শাবির বিএমবি বিভাগের প্রধান ড. শামীম আহমেদ, সহকারী অধ্যাপক ড. শেখ মির্জা নুরুন্নবীসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

র‌্যালি পরবর্তী সমাবেশে  ড. শামীম বলেন, আমাদের জাতীয় দিবসের পাশাপাশি এই ধরণের দিবস পালন করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে দিবসগুলো নিয়মিতভাবে পালন করার আহ্বান জানান তিনি।

বিডি-প্রতিদিন/ই-জাহান

আপনার মন্তব্য

up-arrow