২৫ এপ্রিল, ২০১৮ ১৭:২০

খুনি গ্রেফতারের দাবিতে রুয়েট কর্মচারীদের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

খুনি গ্রেফতারের দাবিতে রুয়েট কর্মচারীদের বিক্ষোভ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস চালক আব্দুস সালাম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কর্মচারীরা।

আজ বেলা ১১টার দিকে দিকে রুয়েটের প্রশাসন ভাবনের সামনে থেকে মিছিল বের করে। মিছিলটি তালাইমারী মোড় হয়ে রুয়েটের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ করে সেখানে মহাসড়ক অবরোধ করে। এ সময় রুয়েট কর্মচারীরা আবদুস সালামের হত্যাকারিদের দ্রুত গ্রেফতার দাবি জানান। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে ক্যাম্পাসে ঢুকিয়ে দেয়। পরে তারা প্রশাসন ভবনের সামনে সমাবেশ করে। এসময় রুয়েটের কর্মচারীরা আবদুস সালামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
 
তারা বলেন, প্রশাসন ২৪ ঘন্টার মধ্যে আসামি ধরতে পারেনি। এছাড়া রুয়েট অরক্ষিত এলাকা। এখানে কর্মচারীদের কোন নিরাপত্তা নেই। বহিরাগতদের আনাগনা বেশি। ২৪ ঘন্টার মধ্যে আসামি ধরতে হবে, রুয়েট ক্যাম্পাসে আলোর ব্যবস্থা করতে হবে, সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে, গার্ড নিয়োগ দিতে হবে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর