২৭ এপ্রিল, ২০১৮ ০০:১৭

মারামারি ও ভাংচুরের অভিযোগে নোবিপ্রবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

নোয়াখালী প্রতিনিধি

মারামারি ও ভাংচুরের অভিযোগে নোবিপ্রবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

ফাইল ছবি

ক্যাম্পাসে মারামারি ও ভাংচুরের অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন: ২০১৫-১৬ শিক্ষাবর্ষের কৃষি বিভাগের ছাত্র মিটুল কুমার কুন্ডু, মো: রায়হান হোসেন, মো: আবদুর রহিম সিয়াম ও মো: সাজিদ হাসান। 

সেই সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, ২৬ এপ্রিল দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি স্ট্যাটাস নিয়ে উল্লেখিত চার শিক্ষার্থীর নেতৃত্বে কিছু উশৃঙ্খল ছাত্র দুই গ্রুপে বিভক্ত হয়ে ক্যাম্পাসে মারামারি, হলের কক্ষ ভাংচুর করে। এ সময় তারা চাপাতিসহ ভারী অস্ত্র ব্যবহার করে অনেক শিক্ষার্থীকে আহত করে। এতে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশে সৃষ্টি হয়। 

উল্লেখিত অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার ও অবাঞ্চিত ঘোষণা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 
 


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর