১৭ মে, ২০১৮ ১৫:১৬

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও দেশটির নাগরিকদের নির্বিচারে হত্যার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাবি শাখার ব্যানারে বিশ্ববিদ্যালয়ের অমর একুশ’র পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সভাপতি সম্পদ অয়ন মারান্ডি, সাংগঠনিক সম্পাদক শোভন রহমান, দপ্তর সম্পাদক নিশাত তাসনিম জুঁই প্রমুখ।

মোহাম্মদ দিদার জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে সরিয়ে ফিলিস্তিনের জেরুজালেমে স্থানান্তর, গাজা উপত্যকায় ৫৮ ফিলিস্তিনি নাগরিককে হত্যা এবং আড়াই হাজার মুক্তিকামী ফিলিস্তিনি নাগরিককে জখম করার প্রতিবাদে তাদের এই মানববন্ধন।

বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৮/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর