১৭ মে, ২০১৮ ১৫:২২

রাবি ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে পুলিশের হত্যাচেষ্টা মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাবি ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে পুলিশের হত্যাচেষ্টা মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেছে পুলিশ। গত বুধবার রাতে বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগে ওই ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। আজ বৃহস্পতিবার ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার হওয়া ওই ছাত্রলীগ কর্মীর নাম মো. হামজা। তিনি গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম হৃদয়কে ছুরিকাঘাতের অভিযোগে বুধবার রাতে তাকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে হৃদয় তার বান্ধবীকে নিয়ে বসে গল্প করছিল। এ সময় হামজাসহ কয়েকজন এসে তাদের উত্ত্যক্ত করে। এ সময় হৃদয় প্রতিবাদ করলে তারা চলে যায়। এর কিছুক্ষণ পরে হৃদয় তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে গেলে একা পেয়ে হামজাসহ কয়েকজন তাকে ছুরিকাঘাত করে। পরে আশপাশের লোকজন হামজাকে আটক করে পুলিশে খবর দেয়। এ সময় হামজার সঙ্গে থাকা দুজন পালিয়ে যায়।

হৃদয় বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

জানতে চাইলে মতিহার থানার ওসি (তদন্ত) মাহবুব আলম বলেন, জিজ্ঞাসাবাদ শেষে হামজার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

বিডি প্রতিদিন/১৭ মে, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর