১৯ মে, ২০১৮ ১৫:৫১

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম রেজিস্ট্রার সালাহ্ উদ্দীন

অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম রেজিস্ট্রার সালাহ্ উদ্দীন

মুহাম্মদ সালাহ্ উদ্দীন সিদ্দিক

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ সালাহ্ উদ্দীন সিদ্দিক। তিনি বুধবার নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। 

মুহাম্মদ সালাহ্ উদ্দীন সিদ্দিক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপ-রেজিস্ট্রার (শিক্ষা) হিসেবে কর্মরত ছিলেন।   

তিনি ১৯৯৫ সালে নোয়াখালীর হাতিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। যুক্তরাজ্য, জাপান, কোরিয়া, ভারতসহ বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করছেন তিনি। 
  
সালাহ্ উদ্দীন সিদ্দিক চাঁদপুরের মতলব উপজেলার কালিপুর গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম নেন। ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। 

বিডি প্রতিদিন/১৯ মে ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর