২০ মে, ২০১৮ ১৫:৪৯

কোর্স বাতিলের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

কোর্স বাতিলের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন হাবিপ্রবি, দিনাজপুর ও বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশন (বি.ডি.এস.এফ) এর নির্দেশনায় “ডিপ্লোমা ইন লাইভস্টক” সিলেবাস থেকে ভেটেরিনারি সায়েন্স এ সম্পূর্ণ চিকিৎসা কোর্স বাতিলের দাবিতে হাবিপ্রবি ক্যাম্পাস চত্বরে মানববন্ধন পালন করে শিক্ষার্থীরা।

রবিবার সকাল সাড়ে ১১টায় এ মানববন্ধন পালন করে তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন রংপুর বিভাগীয় সহ-সভাপতি ডাঃ মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডাঃ মিসরাত মাসুমা পারভেজ, সদস্য ডাঃ মোঃ আসাদুজ্জামান জেমি, ভেটেরিনারি এসোসিয়েশন হাবিপ্রবির উপদেষ্টা মোঃ হায়দার আলী, কোষাধ্যক্ষ ডাঃ মোঃ মাহমুদুল হাসান, ভেটেরিনারি স্টুডেন্ট ফেডারেশনের সহ-সভাপতি ডাঃ মোঃ হান্নান আলী, ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশন হাবিপ্রবির সহ-সভাপতি সাগর চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মোঃ আক্তারুল ইসলাম, হবিপ্রবির মাইক্লোবায়োলজি বিভাগের ডাঃ মোঃ আতিকুল ইসলাম, ডাঃ মোঃ হোসনে মোবারক মিঠু প্রমুখ।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর