২৭ মে, ২০১৮ ১৬:৪১

ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সামাদ

অনলাইন ডেস্ক

ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সামাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুহাম্মদ সামাদ। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই নিয়োগ দিয়েছেন। রবিবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

সূত্র জানায়, রাষ্ট্রপতির অনুমোদন করা ফাইল মন্ত্রণালয়ে এসেছে। এখন এ বিষয়ে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) পদটি দীর্ঘদিন ধরে শূন্য ছিল। শূন্য হওয়ার আগে এই পদে ছিলেন বর্তমান ভিসি অধ্যাপক মো. আখতারুজ্জামান। গত বছর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই সহ-উপাচার্য (প্রশাসন) পদটি শূন্য ছিল।

কবি মুহাম্মদ সামাদ ঢাবি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য। অধ্যাপক সামাদ এর আগে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (২০১২- ২০১৬) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিডি প্রতিদিন/২৭ মে ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর