২ জুন, ২০১৮ ১৫:০৫

কাশফুলের দোলা আর কৃঞ্চচূড়ায় রঙ্গিন অপরূপ বিটেক ক্যাম্পাস

মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল

কাশফুলের দোলা আর কৃঞ্চচূড়ায় রঙ্গিন অপরূপ বিটেক ক্যাম্পাস

সকালে রোদের ঝিলিক, বিকেলে অস্তপ্রায় সূর্যের কিরণে রক্তলাল কৃঞ্চচূড়ার রঙ্গে রঙ্গিণ, মাঠে সবুজ সাদা দোল খাওয়া কাশফুলের অপরূপ সৌন্দর্য্যে কার না মন হারিয়ে যায়। হ্যাঁ এমনই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যে শোভিত বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাস। এটি টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদর হতে ২ কিঃমিঃ দক্ষিণে, টাঙ্গাইল জেলা শহর হতে ২০ কিঃমিঃ উত্তরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ২০০৭ সালে স্থাপিত হয়।
প্রতিদিনই আশপাশের গ্রাম/এলাকা থেকে স্থানীয় জনসাধারণ ইট-কংক্রিটের ক্যাম্পাসে মনরোম ফুলেল নির্মল পরিবেশে বেড়াতে আসে। দল বেঁধে বেড়াতে আসে নানা বয়সের শ্রেণি পেশার মানুষেরা। সাড়ে এগার একর জমির উপর প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে রয়েছে দৃষ্টিনন্দন স্থাপনা বিজয় একাত্তুর, চড়কা, মুক্তমঞ্চ, ছয়দফা ও বিটেক সেতু। ডুপ্লেক্স ছাত্রী হলটিও দেখতে বেশ দৃষ্টিনন্দন। সবুজ ঘাস, কাশফুল, বেলী, জবা, গোলাপের সৌরভেও মন ভরে যায়। প্রধান ফটক দিয়ে ঢুকতেই দু-লেন বিশিষ্ট রাস্তার মাঝে ডিভাইডারে নানা রকমের ফুল গাছ অনেকাংশেই বাড়িয়েছে সৌন্দর্য্য। ঢুকতেই হাতের বামে একাডেমিক ও প্রশাসনিক ভবনের সামনে দোল খাওয়া কাশফুলের ঢেউয়ে দুলে যায় যে কোন বয়সী মানুষের মন। ঢুকতে প্রধান ফটকের বাম পাশে কৃঞ্চচূড়ার রঙ্গে রঙ্গিন হবে যে কারোরই মন। বিকেল-বিকেলে প্রশাসনিক ভবনের ছাদে সূর্য্যি মামার কিরণে সামনের কৃঞ্চচূড়া যেন আরো লাল হয়ে মনে এক অন্যরকম ভালোলাগার অনুভূতি সৃষ্টি করে। বেড়াতে আসা স্থানীয় পি আর জি অটো রাইস মিলের শ্রমিক দিনাজপুরের বীরগঞ্জের রতন ও পঞ্চগড়ের একরামুল বলে সপ্তাহে শুক্রবার বন্ধের দিনে এইহানে ঘুরতে আইসা মনটা ভালো হয়ে যায়। নানা রকমের ফুল, নিরিবিলি পরিবেশ মনটাকে বারবারই এখানে টানে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর