Bangladesh Pratidin

প্রকাশ : ১১ জুন, ২০১৮ ২০:২৩ অনলাইন ভার্সন
ময়মনসিংহে এসএসসি ২০০৩ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে এসএসসি ২০০৩ ব্যাচের ইফতার অনুষ্ঠিত

প্রতিবারের মতো এবারের রমজানেও ময়মনসিংহ শহরে এসএসসি ২০০৩ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতে "বন্ধুরাই আমার সাম্রাজ্য" শিরোনামে ২০০৩ ব্যাচ স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন, ময়মনসিংহ এর উদ্যোগে সোমবার বিকালে ময়মনসিংহ শহরের কাচারিঘাট এলাকায় অনুভব কমিউনিটি সেন্টারে এই ইফতার ও দোঅা মাহফিল অনুষ্ঠিত হয়। 

এই ইফতার ও দোয়া অনুষ্ঠানে ময়মনসিংহ শহরের জিলা স্কুল, মুকুল নিকেতন স্কুল, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, গভ. ল্যাবরেটরী হাই স্কুল, নাসিরাবাদ কলেজিয়েট স্কুল ও ক্যান্ট. পাবলিক স্কুলসহ বিভিন্ন স্কুলের ২০০৩ব্যাচের দুই শতাধিক সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

ইফতার গ্রহণের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি মুসলিম উম্মার শান্তি কামনা করে দোআ ও মোনাজাত করা হয় এবং আগামীতেও সকল বন্ধুদের সুসংহত ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমন আয়োজন নিয়মিতভাবে চালু রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। ইফতার গ্রহণ ও নামায শেষে একটি ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 

বিডি-প্রতিদিন/ ই-জাহান

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow