২৩ জুন, ২০১৮ ১৩:১৫

ঈদের ছুটি শেষে বেরোবি খুলছে রবিবার

বেরোবি প্রতিনিধি:

ঈদের ছুটি শেষে বেরোবি খুলছে রবিবার

পবিত্র ঈদুল ফিতর, জুমআতুল বিদা, শব-ই-কদর এবং গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী রবিবার থেকে খুলছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। এ দিন থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও একাডেমিক কার্যক্রম আগামী ১লা জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা (গ্রেড-২) আরিফুল হক।

তিনি জানান, গত ৩ জুন থেকে ২১ জুন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও সাপ্তাহিক ছুটির কারণে আগামী ২৪ শে জুন রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চালু হবে। আগামী ১লা জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষাসহ সব-ধরণের একাডেমিক কার্যক্রম চালু হবে।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ মুখতার ইলাহী হল এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল বুধবার সকাল ১০টা থেকে খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ।

এদিকে, প্রিয়জনদের সঙ্গে দীর্ঘ ছুটি কাটিয়ে ইতোমধ্যেই ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের হল এবং আশপাশের ছাত্রাবাসগুলোতে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।

 

বিডি প্রতিদিন/২৩ জুন ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর